
ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।
সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া এক বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।
তিনি বলেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করার জন্য আত্মাহিতু দিয়েছেন, অনেকে বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না স্মরণ করে আল্লাহর কাছে মোনাজাত করি, যত বাধে আসুক আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ।