ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন তথ্য উপদেষ্টা

বিবিধ

আমাদের বার্তা, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:২৬, ৩১ মার্চ ২০২৫

সর্বশেষ

শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন তথ্য উপদেষ্টা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে শহীদ সুমাইয়া আক্তারের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 

রোববার সকাল ১০টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লাস্থ সুমাইয়ার বাসায় উপস্থিত হন মাহফুজ আলম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলি। [inside-ad-1]

উপদেষ্টা মাহফুজ আলম নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং ঈদ উপহার তুলে দেন। মাহফুজ আলম বলেন, সুমাইয়ার মত এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। বর্তমান সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে তৎপর রয়েছে। ভুক্তভোগী এসকল পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। 

পরে তিনি শহীদ সুমাইয়ার মায়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় শহীদ পরিবারের সাথে সময় কাটান তথ্য উপদেষ্টা এবং মামলার বিষয়ে খোঁজখবর নেন। 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ সংগঠক জোবায়ের হোসেন তামজীদ, ফয়সাল আহমেদ ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাইসুল ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ জুলাই বিকেলে যখন বৈষম্যবিরোধীদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষ হচ্ছিল তখন (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় মায়ের বসবাসরত ভবনের ছয়তলার ফ্ল্যাটে নিজের শিশু মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে আন্দোলনের দৃশ্য দেখছিলেন সুমাইয়া। বারান্দায় দাঁড়ানোর কয়েক মিনিটের মাথায় আচমকা আকাশে উড়া হেলিকপ্টার থেকে ছোড়া একটি গুলি ওই ফ্ল্যাটের বারান্দার গ্রীল ছিদ্র হয়ে তার মাথায় লাগে। এসময় রক্তাক্ত অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়ে শহীদ ওই নারী। তখন তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সড়কেই মৃত্যু হয় মেয়েটির।
 

জনপ্রিয়