
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভালো বন্ধু। তবে তিনি আমাদের সঙ্গে ঠিকঠাক আচরণ করেননি।
বুধবার (২ মার্চ) শুল্ক ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্প এ সময় ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেন। শুধু ভারত নয়, বিশ্বের এমন কোনো দেশ বাকি নেই, যার ওপর ট্রাম্প শুল্ক আরোপ করেননি।
তিনি বলেন, তিনি (নরেন্দ্র মোদি) কিছুদিন আগেই এখান থেকে ঘুরে গিয়েছেন। তিনি আমার ভালো বন্ধু। কিন্তু আমি তাকে বলেছি, আপনি আমার বন্ধু তবে আপনি আমাদের সঙ্গে ঠিকঠাক আচরণ করেননি।
তিনি বলেন, ভারত আমাদের ওপর ৫২ শতাংশ শুল্ক আরোপ করেছে। আমরা তাদের চার্জ করছি তার অর্ধেক ২৬ শতাংশ।
প্রসঙ্গত, পারস্পরিক শুল্ক বা পাল্টা শুল্ক মানে, যে দেশ মার্কিন যু্ক্তরাষ্ট্রের ওপর যতটা শুল্ক চাপাচ্ছে, সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপাচ্ছে আমেরিকা। ২ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হয়েছে।