
শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে। এই সম্পর্কের মধ্যে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে, সেই চোখ রাঙানি বাংলাদাশের মানুষ আর মেনে নেবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, ‘শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক থাকলে, সামনের দিকে এগিয়ে যাবে দেশ।’
নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ জোরেসোরে শুরু হয়েছে বলেও জানান এনসিপির এই নেতা। সারজিস আলম বলেন, ‘সকল জেলা ও উপজেলায় দ্রুত সময়ের মধ্যে কমিটিসহ ৩০০ আসনে প্রার্থী দিতে আমরা কাজ করছি।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।