ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রোকনুজ্জামান খান দাদাভাইয়ের আজ জন্মদিন

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮:৩০, ৯ এপ্রিল ২০২৫

সর্বশেষ

রোকনুজ্জামান খান দাদাভাইয়ের আজ জন্মদিন

শিশুসাহিত্যিক, সংগঠক ও সাংবাদিক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের আজ জন্মদিন । তিনি ১৯২৫ খ্রিষ্টাব্দের এই দিনে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন। দৈনিক ইত্তেফাকের শিশু-কিশোরদের উপযোগী কচিকাঁচার আসর বিভাগের পরিচালক হিসেবে আমৃত্যু তিনি দায়িত্ব পালন করেন।

তার কর্মজীবন শুরু হয় ১৯৪৮ খ্রিষ্টাব্দে আবুল মনসুর আহমদ সম্পাদিত ইত্তেহাদ পত্রিকার ‘মিতালী মজলিস’ নামের শিশু বিভাগের দায়িত্ব লাভের মাধ্যমে। এরপর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে শিশু সওগাত পত্রিকায় দায়িত্ব পালন করেন। ১৯৫২ খ্রিষ্টাব্দে দৈনিক মিল্লাতের কিশোর দুনিয়া’র শিশু বিভাগের পরিচালক ছিলেন।

১৯৫৫ খ্রিষ্টাব্দে দৈনিক ইত্তেফাক পত্রিকায় তরুণ সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২ এপ্রিল শিশু-কিশোরদের উপযোগী কচিকাঁচার আসর বিভাগের পরিচালক নিযুক্ত হন এবং আসর পরিচালকের নামকরণ করা হয় দাদাভাই। সেই থেকে তিনি নতুন পরিচয় পান, দাদাভাই।

১৯৫৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সবচেয়ে বড় শিশু-কিশোর সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন রোকনুজ্জামান খান। বিখ্যাত অনেক ব্যক্তিত্ব এর সদস্য ছিলেন। যেমন, সুলতানা কামাল, হাশেম খান, মাহবুব তালুকদার, কৌতুক অভিনেতা রবিউল প্রমুখ।

বাক বাকুম পায়রা/মাথায় দিয়ে টায়রা/বউ সাজবে কাল কি/চড়বে সোনার পালকি... তার অসামান্য শিশুতোষ ছড়া। হাট্টিমাটিম টিম, খোকন খোকন ডাক পাড়ি, আজব হলেও গুজব নয় প্রভৃতি বই লিখেছেন দাদাভাই। সম্পাদনা করেছেন আমার প্রথম লেখা, ঝিকিমিকি, বার্ষিক কচি ও কাচা, ছোটদের আবৃত্তি ইত্যাদি বই। শিশু সংগঠনে অসামান্য অবদান রাখায় রোকনুজ্জামান খান ২০০০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

 

জনপ্রিয়