ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অ্যাম্বুলেন্স মালিক-চালকদের ৭ দাবি

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৬, ১১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

অ্যাম্বুলেন্স মালিক-চালকদের ৭ দাবি

অ্যাম্বুলেন্স নীতিমালা- ২০২৩ বাতিল ও সংশোধনসহ ৭ দাবি জানিয়েছেন মালিক, চালক ও কর্মীরা। তারা বলেন দেশের সার্বিক স্বাস্থ্যসেবার প্রেক্ষাপট এই নীতিমালা তৈরি করা হয়েছে। তাই অবিলম্বে এই নীতিমালা বাতিল চাই।
 
শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে 'অ্যাম্বুলেন্স মালিক, চালক ও কর্মীদের ব্যানারে এই মানববন্ধন করেন তারা।

এই মানবন্ধনে অংশ নিতে নিজেদের অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে আসেন তারা। হঠাৎ অনেকগুলো অ্যাম্বুলেন্স এভাবে সাইরেন বাজিয়ে চলাচল করায় সড়কে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মানববন্ধন থেকে জানানো দাবিগুলো হলো—ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স সার্ভিসকে স্বীকৃতি দিয়ে নীতিমালাটি সংশোধন করুন। রূপান্তরিত অ্যাম্বুলেন্সগুলোর মানোন্নয়নে সময় ও আর্থিক সহায়তা দিন। কোম্পানিভিত্তিক পরিচালনার বাধ্যবাধকতা প্রত্যাহার করে সহজ ও বাস্তবসম্মত বিকল্প দিন। এই নীতিমালার বাস্তবায়ন স্থগিত করে পুনঃমূল্যায়নের উদ্যোগ নিন। জাতীয় জরুরি সেবা হিসেবে অ্যাম্বুলেন্স থেকে অগ্রিম আয়কর বাতিল করুন। রিট পিটিশন ৪৭২৩-২০২৩ অনুযায়ী অ্যাম্বুলেন্সের 'ভাড়ায় চালিত নয়' শর্ত বাতিল করুন। ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা অ্যাম্বুলেন্সের জন্য সব ধরনের ফুয়েল গ্যাস নেয়ার ব্যবস্থা করে দিন।
 

জনপ্রিয়