ঢাকা বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলা, লাঞ্ছিত ইউএনও

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১১:৪২, ১৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলা, লাঞ্ছিত ইউএনও

নেত্রকোনার আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে মঞ্চে হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের কয়েকজন পদধারী নেতার বিরুদ্ধে। এসময় ওই নেতারা মঞ্চ থেকে শিল্পীদের নামিয়ে দেওয়াসহ সামনে বসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অন্যান্য অতিথিদের লাঞ্ছিত করেন। ব্যানার ছিঁড়ে পণ্ড করে দেওয়া হয় অনুষ্ঠানটি।

সোমবার (১৪ এপ্রিল) উপজেলা সংলগ্ন অনুষ্ঠান মঞ্চে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই যুবদল নেতা হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম।

নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়, পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, নেত্রকোনার আটপাড়ায় সকাল থেকেই প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের প্রস্তুতি চলছিল। সকালে বর্ষবরণ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গিয়ে ব্যানার ছিঁড়ে হামলা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খান ও যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম, কামাল হোসেন তালুকদারসহ যুবদলের কয়েকজন সদস্য। পরে ঘটনার কারণ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রয়েল সাংমাকে লাঞ্ছিত করা হয়। পরে অনুষ্ঠানটি সাময়িক বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানতে উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ খানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোদাচ্ছের হোসেন কাইয়ুম বলেন, ‘আমরা একটি স্থানে বসেছিলাম। হঠাৎ একজন আমার মেসেঞ্জারে একটি ব্যানার দেয়, যাতে বঙ্গবন্ধুর নাম লেখা ছিল। পরে আমরা মঞ্চে গিয়ে এ বিষয়ে জানতে চাই। এসময় কিছুটা হট্টগোল সৃষ্টি হয়। তখন প্রশাসনের লোকজন আমাদের নিশ্চিত করে যে ব্যানারে বঙ্গবন্ধুর নাম নেই। পরে আমরা প্রশাসনের কাছে ঘটনার জন্য ভুল স্বীকার করেছি।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েল সাংমা বলেন, ‘আমাদের সরকারি অনুষ্ঠান চলছিল। ওই সময় নূর ফরিদ খান ও মোদাচ্ছের হোসেন কাইয়ুমসহ কয়েকজন মঞ্চে ওঠে হামলা করেন। পরে আমাকেও লাঞ্ছিত করেন। বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়েছি।’

নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জেলার আটপাড়ায় অনুষ্ঠান চলাকালে মঞ্চে উঠে হামলা হয়েছে। ইউএনওকে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

জনপ্রিয়