ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মেঘনা গ্রুপ ও ৭১ টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৮, ১৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

মেঘনা গ্রুপ ও ৭১ টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০১৩ খ্রিষ্টাব্দের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে মেঘনা গ্রুপ ও একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়েছে, একাত্তর টিভির সম্প্রচারের মাধ্যমে হেফাজতের শান্তিপূর্ণ মহাসমাবেশকে ভিন্নভাবে তুলে ধরে সরকারকে উসকানি দেওয়া হয়, যার ফলে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বিচার অভিযান চালানো হয় এবং বহু নিরীহ মানুষ হতাহত হন। এতে দাবি করা হয়, মোস্তফা কামাল ‘পরোক্ষ সহযোগিতা, উসকানি, অর্থায়ন ও প্রভাব বিস্তার করে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ভূমিকা রেখেছেন।

আইনগতভাবে অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ৩(২), ৪(১) ও ৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দায়ের করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৬ বছরে ইসলামপন্থী ছাত্র ও ওলামা সমাজের বিরুদ্ধে একধরনের রাজনৈতিক বৈষম্য ও দমননীতির ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে। মোস্তফা কামালের মালিকানাধীন একাত্তর টিভিকে এর ‘মাধ্যম’ হিসেবে উল্লেখ করা হয়, যা ইসলামপন্থীদের ‘জঙ্গি’ হিসেবে উপস্থাপন করতে কাজ করেছে বলে দাবি করা হয়।

অভিযোগ দায়েরের পাশাপাশি হেফাজতে ইসলাম আগামী ৩ মে ঢাকায় একটি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। এ সমাবেশ থেকে তারা হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে পূর্ববর্তী সরকারের আমলে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানাবে।

জনপ্রিয়