
চলন্ত লরির ধাক্কায় নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি পিয়ার ক্যাপের সাটার ভেঙে পড়েছে।
চলন্ত লরির ধাক্কায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন একটি পিলারের পিয়ারক্যাপের সাটার (নির্মাণ সামগ্রী) ভেঙে পড়েছে। এতে লরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের আগেই ওই পিয়ার ক্যাপ ও পিলারের ঢালাই কাজ শেষ হয়েছে। আজ পিয়ার ক্যাপের সাটার খোলার জন্য শ্রমিকরা কাজ শুরু করেন। তবে, রাত সাড়ে ৮টার দিকে ফ্লোরেন্স নামে কন্টেইনার বাহী একটি লরি এসে ওই পিয়ার ক্যাপের সাটারে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ওই সাটার ভেঙে লরির ওপরে পড়ে।
এই ঘটনায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে ঢাকাগামী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
তিনি জানান, রাতের মধ্যে সাটারটি মেরামত করতে শ্রমিকদের নির্দেশ দিয়েছেন।