ঢাকা বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অটোরিকশায় কলেজছাত্রীকে অশোভন অঙ্গভঙ্গি, গ্রেফতার ১

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৪, ১৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

অটোরিকশায় কলেজছাত্রীকে অশোভন অঙ্গভঙ্গি, গ্রেফতার ১

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙা যাওয়ার পথে অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক শিক্ষার্থী গত ১৪ এপ্রিল তার ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় তার মুখোমুখি বসা এক বয়স্ক ব্যক্তি বারবার অশোভন অঙ্গভঙ্গি করছেন।

পোস্টে ওই ছাত্রী জানান, তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙা যাওয়ার জন্য অটোরিকশায় উঠেছিলেন এবং সে সময় এ ঘটনা ঘটে। অটোরিকশা থেকে নামার পর তিনি ওই ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি ঘটনাটি অস্বীকার করেন।

পুলিশের ফেসবুক পোস্টে জানানো হয়, ভিডিও দুটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে দেখা যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করে উক্ত ব্যক্তিকে শনাক্ত করে এবং তাকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু রয়েছে। হটলাইন নম্বরসমূহ হলো- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এ নম্বরগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু রয়েছে।

জনপ্রিয়