ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঢাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ১৭ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ঢাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ঢাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। পাশাপাশি সারা দেশে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। এর আগে গতকাল বুধবারও বজ্রবৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঝড়-বৃষ্টি শুরু হয়। আজিমপুর, নিউমার্কেট, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, বসিলা, ধানমন্ডি, আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে।
এদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছিলো, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, শুক্রবার (১৮ এপ্রিল) খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস বাস্তবে রূপ নিলো।

জনপ্রিয়