ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০:০১, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:৫২, ১৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

খুলনায় ডিবি পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় চার যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নগরীর বয়রা আজিজের মোড় এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক ভাড়াটিয়ার ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা, বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ অনার্স শেষ বর্ষের মোঃ সালাউদ্দিন এবং একই কলেজের রিফাত পারভেজ রাফি।

ভুক্তভোগী ভাড়াটিয়া ইফতেখার জানান, তিনি অনলাইনে ক্রিপ্টো কারেন্সির ব্যবসা করেন। রাতে চারজন প্রথমে ডিবি পরিচয়ে তার ঘরে ঢোকে। তাকে একটি ঘরে আটকে মারধর করতে থাকে এবং অনলাইনে জুয়ার কারবারি হিসেবে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে। এ সময় ওই চারজন নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দেন। তিনি বলেন, টাকা দিতে না পারায় আলমারি থেকে আমার স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে নেয়। হঠাৎ লোকজন চলে আসলে আমি বেঁচে যাই।

স্থানীয়রা জানান, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আহমেদের বাড়িতে অনলাইনে জুয়া খেলা হচ্ছে এমন অভিযোগে চার যুবক সেখানে প্রবেশ করে। কিছু সময় পর মারধরের শব্দ পেয়ে আমরা বাড়িতে প্রবেশ করি। তখন ভাড়াটিয়ার কাছে অভিযোগ শুনে ওই চারজনকে আটকে রেখে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিই।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার হুমায়ুন আহমেদ বলেন, তারা প্রথমে ডিবি পরিচয়ে বাড়িতে প্রবেশ করে। পরে সমন্বয়ক পরিচয় দিয়ে বাড়ির লোকজনকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ মালামালসহ তাদের আটক করে।

তিনি বলেন, তারা একেক সময়ে একেক ঠিকানা বলছে। তাদের সোনাডাঙ্গা থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

জনপ্রিয়