ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার গ্রে*ফতার

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ১৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার গ্রে*ফতার

রাজধানীর গুলশান থেকে তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গ্রেফতার এই ব্যক্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ছিলেন। এদিকে ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় এক যুবককে গ্রেফতার  করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অন্যতম অভিযুক্ত আলিনুর পাভেলকে গ্রেপ্তার করেছে ডিবির গুলশান বিভাগ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, ভাটারার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা রাশেদুজ্জামান রাজু। গত ১ এপ্রিল রাত ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে রাজুর বাসার সামনে গিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করে।

তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, বাসার গেটে লাথি দেয় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তকালে ডিবি-গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে।

এদিকে তেজগাঁও থানা পুলিশ জানায়, খালেদা জিয়ার গাড়িবহরে বোমা বিস্ফোরণের মামলার আসামি মোশাররফ হোসেন। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি শরীয়তপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন বলেও জানা গেছে।

এর আগে সোমবার খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত অভিযোগে তেজগাঁও থেকে আওয়ামী লীগ নেতা সায়মনকে গ্রেপ্তার করে পুলিশ।

জনপ্রিয়