ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঢাবিতে ছবি তুলে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় বাইক চুরি

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫২, ২১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ঢাবিতে ছবি তুলে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় বাইক চুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকায় ছবি তুলে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনায় মো. সজিব খান (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া চুরি হওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে মো. শামীম নামের এক ব্যক্তি তার ব্যবহৃত কালো রংয়ের হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন। তখন সেখানে সজিব এসে মোটরসাইকেলটি তার পছন্দ হয়েছে বলে ছবি তোলার জন্য শামীমের কাছে মোটরসাইকেলের চাবি চান। শামীম সরল বিশ্বাসে সজীবের কথামতো মোটরসাইকেলের চাবি দেন। তখন সজিব শামীমকে মোটরসাইকেলসহ তার ছবি ও ভিডিও করে দিতে অনুরোধ করেন। তার অনুরোধে শামীম সজিবের ছবি তুলতে এবং ভিডিও করতে থাকেন। ভিডিও করার একপর্যায়ে সজীব কৌশলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় শামীমের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

থানা সূত্রে জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সজীবের অবস্থান শনাক্ত করে শাহবাগ থানা পুলিশ। এরপর শনিবার সকালে বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থাকা চুরি হওয়া হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৩ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সজিব পেশাদার চোর। তিনি আগেও একাধিকবার চুরি করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার সজিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয়