শিক্ষাবার্তা নামের একটি ফেসবুক পেজ থেকে নানান সময়ে গুজব ও মিথ্যা তথ্য প্রচারিত হয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, শিক্ষাবার্তার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। তাই তাদের দেয়া তথ্য বিশ্বাস করার আগে যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি 'এনআইডি থাকলেই ২০০০ টাকা দিতে হবে' দাবি করে গুজব ছড়ায় শিক্ষাবার্তা নামের ওই ফেসবুক পেজ। ওই গুজবের প্রতিক্রিয়ায় শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে সর্বস্তরের জনগণকে সতর্ক করা হয়েছে।
ওই পোস্টে মন্ত্রণালয় বলছে, শিক্ষাবার্তা নামক একটি পেজ থেকে এবং আরো কয়েকটি মিথ্যা তথ্য ও গুজব রটনাকারী পেজ থেকে নানান সময়ে গুজব ও মিথ্যা তথ্য প্রচারিত হয়। শিক্ষাবার্তা নামের এই পেজের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। এনআইডি থাকলেই ২০০০ টাকা দিতে হবে এই ধরনের গুজব রটনাকারী এই শিক্ষাবার্তা নামক পেজের শিক্ষা বা অন্যান্য যেকোনো বিষয়ে যেকোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই-বাছাই করুন।