ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাঁচতে চান মীম

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১২ জুলাই ২০২৩

সর্বশেষ

বাঁচতে চান মীম

মীম। বর্তমানে তার বয়স ২৬ বছর। তিনি একজন মেধাবী ছাত্রী। একটি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করছেন। বসবাসও করছেন ঢাকা শহরে । লেখাপড়া শেষ করে যখন তার নিজের জীবন গোছানোর কথা ঠিক তখনই জীবন নিয়েই চরম সংকটে মীম। বিরল রোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন। 
২০২১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি মীমের শরীরে ধরা পড়ে ব্রেন টিউমার। সেদিনই মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলো মীম এবং তার পরিবার। বিশ্বে খুব বেশি মানুষকে এ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না। বাংলাদেশে দুটি বড় অস্ত্রোপচার করা হয় মীমের। কিন্তু তাতে মীমের কোনো উন্নতি হয়নি। 
ডাক্তার আরেকটি অস্ত্রোপচারের আগে প্রোটন থেরাপির পরামর্শ দেন যা বাংলাদেশে হয় না। তবে এটি কাছাকাছি দেশে করা সম্ভব। মীমের মধ্যবিত্ত পরিবার তার চিকিৎসায় তাদের সমস্ত অর্থ এবং সঞ্চয় ব্যয় করেছে এবং এখন তারা অসহায়। বর্তমানে মীমের অবস্থা খুবই সংকটাপন্ন। তার একটি চোখের পাপড়ি সম্পূর্ণ নিচু হয়ে গেছে এবং সে ঘন ঘন বমি করছে এবং কিছু খেতেও পারছেন না। এমন অবস্থায় মীমের উন্নত চিকিৎসা এগিয়ে নিতে অনেক টাকার প্রয়োজন। 
মীমকে বাঁচাতে সমর্থদের সহযোগিতা চেয়েছেন মীমের পরিবার। এ সহযোগিতা পেলে মীমের উন্নত চিকিৎসা এবং তৃতীয় অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নিতে পারে তার পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন, মীমের সময় ফুরিয়ে আসছে, শিগগির তার উন্নত চিকিৎসা প্রয়োজন। মীমের মেডিক্যাল রিপোর্ট নিচে সংযুক্ত করা হয়েছে: https://drive.google.com/drive/folders/1HAwcB9GjKIGzh--TdwfY-gsX5QK3FEvH

Surgery video:  https://drive.google.com/drive/folders/1HPEZrXysEicgyJEBxEMv8Ir1zQf7aOuv
এ বিকাশ নম্বরে 01704241983 সহযোগিতা পাঠানো যেতে পারে।  

জনপ্রিয়