![ছবিতে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন ছবিতে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/mirror-room-1-1-2502121037.jpg)
বুধবার (১২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলি, সাংবাদিক এবং গুম কমিশনের সদস্যরা রাজধানী ঢাকার ‘আয়নাঘর’ নামে পরিচিত বিভিন্ন গোপন বন্দিশালা ঘুরে দেখতে যান।
গোপন নির্যাতন কক্ষে কীভাবে নির্যাতন করা হতো, সেগুলির একটি নিদর্শন ঘুরে দেখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূসহ অন্যান্যরা।
গোপন বন্দিশালার সংকীর্ণ চলাচলের পথ দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন ঘর পর্যবেক্ষণ করেন উপদেষ্টামণ্ডলি
গোপন বন্দিশালান পরিদর্শনকালে একজন এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) সদস্যের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূস
গোপন বন্দিশালায় আটক থাকাকালে এক বন্দির লেখা দেওয়াল লিখন দেখার পর আটক বন্দিদের মানসিক অবস্থা কেমন হয়, সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন পরিদর্শকেরা।