ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এশিয়া কাপ ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৬:০২, ১৭ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

এশিয়া কাপ ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর্দা নামছে আজ। শিরোপার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ফাইনালের মঞ্চে টস জিতেছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

ভারতের জেতা সর্বশেষ বৈশ্বিক ট্রফির নাম এশিয়া কাপ। ২০১৮ সালে সপ্তমবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতার পর থেকে শিরোপা খরায় ভুগছে তারা। আজ আবার সেই এশিয়া কাপের ফাইনাল খেলতে নামছে ভারত। পাঁচ বছরের খরা ঘোচাতে মরিয়া রোহিত-কোহলিরা। এশিয়া কাপের সপ্তম শিরোপা জিততে শ্রীলঙ্কাও দৃঢ়প্রতিজ্ঞ। এর মধ্যে আবার টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় এই ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নে বিভোর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ দুই দলেই হানা দিয়েছে চোট। ম্যাচটির আগমুহূর্তে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল ও মহেশ থিকসেনা। তবে বিশ্রাম কাটিয়ে ফেরা বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা আজ একাদশে ফিরেছেন। এছাড়া অক্ষর প্যাটেলের জায়গায় একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট ঐতিহ্যগতভাবেই মন্থর ও স্পিন ধরে। গত ৯ দিনে এটা হতে যাচ্ছে এই স্টেডিয়ামের ষষ্ঠ ম্যাচ। তাই উইকেট আরও স্পিনিং হয়ে উঠতে পারে। আজ এশিয়া কাপের ফাইনালেও স্পিনাররা হবেন বড় একটা ফ্যাক্টর। এমন ম্যাচের আগে শ্রীলঙ্কা একাদশে একটিই পরিবর্তন। চোটে থাকা থিকসেনার জায়গায় জায়গায় এসেছেন আরেকজন স্পিনার স্পিনার দুশান হেমন্ত।

তবে ভারত-শ্রীলঙ্কার এই শিরোপার লড়াইয়েও আছে বৃষ্টির শঙ্কা। বৃষ্টি বাগড়ায় ব্যহত হতে পারে এশিয়া কাপের হাইভোল্টেজ ফাইনাল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর কলম্বোতে ৯০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ৯৯ শতাংশ মেঘের আবরণ থাকার আশঙ্কা আছে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। 

শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাতিশা পাথিরানা।

জনপ্রিয়