সিলেট ঘুরে বিপিএল অবশেষে ফিরল ঢাকার মাঠে। শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স। টসে জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
৬ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে রাইডার্সরা, অন্যদিকে ৫ ম্যাচে ১ জয় নিয়ে ৬ নম্বরে দুর্দান্ত ঢাকা। তাই আজকের ম্যাচটি জিততে মরিয়া দুই দলই। রংপুর জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান করবে আরও শক্ত। ঢাকার জয়ে ফেরার মিশনে সামলাতে হবে রংপুর রাইডার্সের মতো বড় প্রতিপক্ষকে।
দুর্দান্ত ঢাকা একাদশ: সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), গুলবেদিন নাইব, সাব্বির হোসেন, চতুরঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম।
রংপুর রাইডার্স একাদশ: বাবর আজম, রনি তালুকদার, ফজলে মাহমুদ রাব্বি, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, শামীম পাটোয়ারী, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ।