ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

মালয়েশিয়াকে উড়িয়ে সেমির পথে বাংলাদেশ

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ২৪ জুলাই ২০২৪

সর্বশেষ

মালয়েশিয়াকে উড়িয়ে সেমির পথে বাংলাদেশ

বাংলাদেশের মেয়েদের ব্যাটিং ইনিংস শেষেই ম্যাচের ফল অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল। ম্যাচ শেষেও সেটারই প্রমাণ পাওয়া গেল। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মালয়েশিয়ার মেয়েরা ৭৭ রানের বেশি করতে না পারায় বাংলাদেশ ১১৪ রানের জয় পেয়েছে।

ডাম্বুলায় পাওয়া ১১৪ রানের জয়ে সেমিফাইনালে সুযোগ পাওয়ার পথটাও অনেকটা মসৃণ করে রাখল বাংলাদেশ। 

অন্য ম্যাচে শ্রীলঙ্কার কাছে থাইল্যান্ড হারলে রানার্স আপ হয়ে সেমিফাইনালে সুযোগ পাবেন নিগার সুলতানা জ্যোতিরা। আর থাইল্যান্ড যদি স্বাগতিক শ্রীলঙ্কাকে হারায় তাহলে নেট রান রেটে যে দল এগিয়ে থাকবে সেই দল সেমিতে যাবে।

বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় মালয়েশিয়া। এক বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া জাহানারা আলমের বলে থাইল্যান্ডের ওপেনার আইনা হামিজা হাশিম রানের খাতা খোলার আগেই দিলারা আক্তারের তালুবন্দি হন।

জাহানারার সঙ্গে পরে উইকেট উদযাপনে যুক্ত হন নাহিদা আক্তার ও রিতু মণি। ৪৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। এর মধ্যে ২ উইকেট নেন নাহিদা। আর এক উইকেট পেলে প্রথম বাংলাদেশি হিসেবে সংক্ষিপ্ত সংস্করণে ১০০ উইকেটের কীর্তি গড়বেন বাঁহাতি স্পিনার নাহিদা।

পরে বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি মালয়েশিয়া। শেষে শুধু পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে তারা। ৮ উইকেটে ৭৭ রানের বেশি করতে না পারায় এবারের এশিয়া কাপে কোনো জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো মালয়েশিয়াকে। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেছেন এলিসা হান্টার। ১৩ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদা।

এর আগে ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে মুর্শিদা খাতুন ও জ্যোতির ফিফটিতে রানের পাহাড় গড়ে বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ওভার শেষে ২ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ।

ওপেনিংয়ে নেমে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার দিলারা ও মুর্শিদা। ৩৩ রানে দিলারা আউট হলে উদ্বোধনী ‍জুটি ৬৫ রানে থামে। তবে সঙ্গী বিদায় নিলেও থাইল্যান্ড ম্যাচের ছন্দটাই মালেয়েশিয়ারে বিপক্ষে ধরে রেখেছেন মুর্শিদা খাতুন। আজ নারী এশিয়া কাপে টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার।

মুর্শিদার পরে ফিফটি করেছেন নিগার সুলতানা জ্যোতিও। সর্বশেষ ম্যাচে ৫০ করা মুর্শিদা আজ ৮০ রানের ইনিংস খেলেছেন। তার ৫৯ বলের ইনিংসটি ১০ চার ও ১ ছক্কায় সাজানো। অন্যদিকে ৩৭ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। ৫ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন জ্যোতি।

ডাম্বুলার ১৯১ রানের ইনিংসটি টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর বাংলাদেশের। ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে সর্বোচ্চ ২৫৫ রান করে বাংলাদেশ।

জনপ্রিয়