ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১২:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে ভারত ও বাংলাদেশ। তার আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চিদাম্বরম স্টেডিয়ামে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ৩৬টি টেস্ট। ভারতের প্রথম টেস্ট জয়সহ অনেক প্রথমের সাক্ষী এই চিদাম্বরম। তবে এই চিদাম্বরম স্টেডিয়ামেই বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। 

টাইগার অধিনায়ক শান্ত বলেছেন কন্ডিশনকে কাজে লাগাতে তিনি টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে খেলা শেষ টেস্টের মতো একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে সাজিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশ দলে তিন পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আর দুই স্পিনার হিসেবে রয়েছেন সাকিব ও মিরাজ। এদিকে ভারত তাদের একাদশ সাজিয়েছে কোহলি, অশ্বিন, বুমরাহদের নিয়েই। 

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। 

ভারত একাদশ 
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, রিশভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ। 

জনপ্রিয়