ঢাকা রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

সাকিবের নিরাপত্তার বিষয় বিসিবির হাতে নেই

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

সাকিবের নিরাপত্তার বিষয় বিসিবির হাতে নেই

ভারতের কানপুরে সাকিব আল হাসান টেস্ট ও টি২০ ছেড়ে দেওয়ার পর ঢাকার মিরপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিবের অবসর ও নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। বৃহস্পতিবার সেখানেই তিনি বলেন, ‘আমি তো আসলে কোনো এজেন্সি না। এটা বিসিবির হাতে নেই। নিরাপত্তা আসতে হবে সরকারের কাছ থেকে।

নিরাপত্তা আছে দুই ধরনের। একটা মামলার, আরেকটা হচ্ছে সমর্থকদের।’ ফারুক আহমেদ বলেন, ‘ব্যক্তিগতভাবে মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা বিসিবির নেই।’ তিনি বলেন, ‘সাকিব কঠিন সময় পার করছে জীবনে। খুব বেশি কিছু না বলি। ঢাকায় খেলে সে অবসর নিতে চায়, আমি সম্মান জানিয়েছি। সাকিবের ব্যাপারটা মিশ্র।

অনেকে নিউজ করেছে কিংবদন্তির চেয়ে বেশি সে। একটা-দুটা ফরম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে। আমার সঙ্গে তার দুই দফা আলোচনা হয়েছে। তার সাক্ষাৎকার দেখেছি। আমার সঙ্গে যা কথা হয়েছে, এটাই সে তুলে ধরতে চেয়েছে।’ একই সঙ্গে সাকিবের ছোটবেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমও এ বিদায়কে সম্মান জানিয়েছেন।

এদিকে বিসিবির সভায় সিদ্ধান্ত হয়েছে, বিপিএলে নতুন তিনটি দল আসছে। চট্টগ্রামের পুরোনো একটি ফ্র্যাঞ্চাইজি ও রাজশাহী আবার আসবে। এছাড়া ঢাকার নবাব নামে একটি ফ্র্যাঞ্চাইজি আসছে। বিসিবির গ্রাউন্ডসম্যান হিসাবে যারা কমপক্ষে ছয় বছর চাকরি করেছেন, তাদের স্থায়ী করার সিদ্ধান্ত হয়েছে।

এতে সুযোগ-সুবিধা অনেক বাড়বে। আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে সৌজন্য টিকিট কমিয়ে বেশি দর্শকদের হাতে টিকিট পৌঁছে দেয়া নিয়েও কাজ করছে বিসিবি। এ ছাড়া হুট করে ডাকা এ সভায়ে চার ঘণ্টা ম্যারাথন আলোচনা হয়েছে। সেখানে আরও বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।


 

জনপ্রিয়