ঢাকা রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

‘আপত্তিকর’ আচরণের দায়ে নিষিদ্ধ মার্তিনেস

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১১:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

‘আপত্তিকর’ আচরণের দায়ে নিষিদ্ধ মার্তিনেস

আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের বিরুদ্ধে। এ জন্য শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ৩২ বছর বয়সী আর্জেন্টাইন। ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার অভিযোগে মার্তিনেসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ফলে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পরের দুটি ম্যাচে খেলতে পারবেন না মার্তিনেস। অর্থাৎ আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যাবে না অ্যাস্টন ভিলার এ গোলকিপারকে।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুটি ভিন্ন ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মার্তিনেসকে নিষিদ্ধ করেছে ফিফা। এরমধ্যে প্রথম ঘটনাটি ঘটেছে চিলির বিপক্ষে ম্যাচে। সেদিন ম্যাচ শেষে কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন মার্তিনেস। এর আগে ২০২২ বিশ্বকাপ জয়ের পরও এ ধরনের উদযাপন করেছিলেন তিনি।

এরপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হারের পর স্থানীয় একটি টেলিভিশনের ক্যামেরায় ধাক্কা দেন মার্তিনেস। পরবর্তীতে ওই ক্যামেরার অপরাটের জানিয়েছিলেন, মার্তিনেস তাঁকে লাঞ্ছিত করেছেন। এ দুটি ঘটনায় মার্তিনেসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে আর্জেন্টাইন গোলকিপারকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে এএফএ এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘এমিলিয়ানো মার্তিনেসকে আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে নীতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার শৃঙ্খলা কমিটির নেওয়া সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি ভিন্নমত প্রকাশ করে।’

জনপ্রিয়