ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের সামনে আজ ইংল্যান্ড

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের সামনে আজ ইংল্যান্ড

শারজায় স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। ২০ ওভারের বিশ্বকাপে ১০ বছর পর পাওয়া সেই জয়ের স্মৃতি টাটকা থাকতেই আজ আবার মাঠে নামছে নিগার সুলতানার দল। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ কাগজ-কলমের শক্তিতে অনেক এগিয়ে থাকা ইংল্যান্ড। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামার আগে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়টাই বড় অনুপ্রেরণা বাংলাদেশের।

তবে ইংল্যান্ডের বিপক্ষে খেলা বলেই একটু সমস্যা। এর আগে টি-টোয়েন্টিতে তিনবার খেলে কোনোবারই ইংলিশদের হারাতে পারেনি বাংলাদেশ। এছাড়া ২০২২ খ্রিষ্টাব্দে ওয়ানডে বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল দুদল। ওই ম্যাচেও ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। তাই শারজায় আজ নিগার সুলতানার দলকে কঠিন পরীক্ষা দিতে হবে।

এমন পরীক্ষায় নামার আগে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়কে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি।তিনি বলেছেন, ইংল্যান্ড অনেক ভালো দল, র‍্যাঙ্কিংয়ে এক, দুই, তিনের মধ্যেই থাকে সব সময়। তবে আমরা আশাবাদী। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরুর করার পর আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। অনেক দিন পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে শতভাগ দেয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

স্কটল্যান্ডের পর ইংল্যান্ডকেও যদি হারাতে পারে বাংলাদেশ, সেমিফাইনালের পথে এগিয়ে যাবে অনেকটাই। কাজটা কঠিন, তবে দলের পেসার জাহানারা আলমের কণ্ঠে জয়েরই সুর। তিনি বলেন, ইংল্যান্ড সহজ প্রতিপক্ষ নয়, আমরা জানি। এ ম্যাচে কঠিন লড়াই হবে। চেষ্টা করবো আমাদের সেরা ক্রিকেট খেলার। সবাই মিলে যেভাবে প্রথম ম্যাচটি জিতেছি, দ্বিতীয় ম্যাচেও এমন পারফরম্যান্স করতে চাই। ভালো একটা জয় পেয়েছি, সেই মোমেন্টাম ধরে রেখে চেষ্টা করবো সামনে এগোনোর। তিনি বলেন, বাংলাদেশ অবশ্যই জেতার জন্য খেলবে।
 

জনপ্রিয়