ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শেষ মুহূর্তের গোলে চিলিকে হারালো ব্রাজিল

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১১:৫৫, ১১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে চিলিকে হারালো ব্রাজিল

মাঠে সময়টা ভালো যাচ্ছিল না ব্রাজিলের। একের পর এক পরাজয়ে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ধুকছিল তারা। শুক্রবার সকালে চিলির বিপক্ষে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একটা সময় মনে হচ্ছিল ড্রয়ের দিকে এগোচ্ছে এই ম্যাচ। কিন্তু সেটা হতে দেননি ব্রাজিলীয় তরুণ লুইজ হেনরিক। তার শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়েছে দরিভাল জুনিয়রের দল। এতে এক ম্যাচ পর জয়ে ফিরল ব্রাজিল।

চিলির সান্তিয়াগোতে ভালো শুরু করতে পারেনি ব্রাজিল। মাত্র ২ মিনিটে গোল হজম করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিলির হয়ে গোল করেন এডিয়ার্দো ভারগাস। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১ মিনিটে) এই গোল শোধ করে ব্রাজিল। ম্যানচেস্টার সিটির উইঙ্গার সাভিনহোর অ্যাসিস্টে গোলটি করেন ইগর জেসুস।

দ্বিতীয়ার্ধে নেমে সপ্তম মিনিটেই চিলির জালে বল পাঠান রাফিনিয়া। তবে আক্রমণ তৈরির সময়ে অফসাইড হওয়ায় সেটি বাতিল হয়ে যায়। ব্রাজিলকে তিন পয়েন্ট এনে দেওয়া গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৮৯তম মিনিট পর্যন্ত। ব্রুনো গিমারেসের কাছ থেকে বল পেয়ে চিলির বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জড়ান হেনরিক। গত মাসে আন্তর্জাতিক অভিষেক হওয়া হেনরিক গোলের ২২ মিনিট স্যাভিনিওর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

এই জয়ে ৯ ম্যাচে দরিভাল জুনিয়রের দলের পয়েন্ট ১৩। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। চিলির অবস্থান ৬ পয়েন্ট নিয়ে নয় নম্বরে। ব্রাজিল তাদের পরের ম্যাচটি খেলবে ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে, চিলির প্রতিপক্ষ কলম্বিয়া।

জনপ্রিয়