ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ। ফাস্ট বোলার হিসেবে ফ্যানদের কাছে বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি, ভারতের তেলেঙ্গানার ডিজিপির তত্ত্বাবধানে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হিসেবে নিযুক্ত করা হয় এই ক্রিকেটারকে। শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, ডিজিপি অফিসে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জিতেন্দরের সাথে সাক্ষাতের পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া-ও পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী, বার্বাডোসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে অবদান রাখার পর সিরাজ নিজ শহরে ফিরে এলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভানৎ রেড্ডি, তাকে ৭৮ নম্বর রোড, জুবিলি হিলস, হায়দরাবাদে অবস্থিত একটি জমি উপহার দিয়েছেন।