শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের রোমাঞ্চ। খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে সরাসরি চুক্তির মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো।
সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা ব্যাটার অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছিল ঢাকা ক্যাপিটালস। গত শুক্রবার হেলসকে দলে নেওয়ার ঘোষণা দেয় রাজধানী ঢাকার ফ্রাঞ্চাইজিটি। তবে সেই চুক্তিটি স্থগিত করা হয়েছে। হেলসের বিয়ের কারণে বিপিএলে দেখা যাবে না তাকে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ঢাকা ক্যাপিটালস।
রোববার (১৩ অক্টোবর) বিবৃতিতে ঢাকার ফ্রাঞ্চাইজিটি জানায়, ‘ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্তাতার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’
ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা। দেশিদের মধ্যে দলে ভিড়িয়েছে মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিমকে। এ ছাড়া বিদেশিদের মধ্যে জনসন চার্লস, থিসারা পেরেরা ও আমির হামজাকে নিয়েছে তারা।