ঢাকা সোমবার, ২১ অক্টোবর ২০২৪ , ৫ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাবেক আইনমন্ত্রীর এপিএস যেভাবে গ্রেফতার হলেন

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬, ২০ অক্টোবর ২০২৪

সর্বশেষ

সাবেক আইনমন্ত্রীর এপিএস যেভাবে গ্রেফতার হলেন

কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক আইনমন্ত্রীর সাবেক একান্ত সহকারী সচিব ও সাবেক কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে।

জীবনের পরিবার সূত্রে জানা যায়, শারিরীক অসুস্থতার জন্য ঢাকার কাকরাইলে এক ডাক্তারের চেম্বারে চিকিৎসার জন্য গেলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে পল্টন থানায় নিয়ে যায়। পল্টন থানার ওসি জানান, হত্যা মামলায় জীবনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে কসবা থানার ওসি (তদন্ত) মো. মনির হোসেনও জীবনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২১ জুন কসবা উপজেলা পরিষদ নিবার্চনে দ্বিতীয় বারের মতো কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আইনমন্ত্রীর ফুফাতো ভাই ছায়েদুর রহমান স্বপনের সঙ্গে পরাজিত হয়ে কসবা ছেড়ে ঢাকায় চলে যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন। বাংলাদেশ আওয়ামী লীগ কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হওয়া সত্বেও তিনি এলাকায় যোগাযোগ রাখেননি। গত ৫ আগস্ট সরকার পতনের দিন ছাত্র জনতা কসবা রেলওয়ে স্টেশনের পাশে তার ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়ির মালামাল লুটে নেয়।

জনপ্রিয়