ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

টি–টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মেয়েরা

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ০৯:৫৮, ২১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

টি–টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিল নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২০ অক্টোবর) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল নিউজিল্যান্ড। ১৪ বছর পর ফাইনালে উঠেই ইতিহাস গড়ল কিউইরা।

দুই দলের ফাইনাল খেলার অভিজ্ঞতা ছিল আগেও। কিন্তু কখনোই শিরোপা জেতা হয়নি। তাই আগেই নিশ্চিত হয় এবার নতুন বিশ্ব চ্যাম্পিয়নের দেখা মিলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। টানা দ্বিতীয়বার ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকার আক্ষেপ বাড়িয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপা উল্লাসে মাতে নিউজিল্যান্ড৷ 

আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রানে থামে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের অপবাদ ঘোচানোর দিনে দক্ষিণ আফ্রিকা বাড়ি ফিরল পুরোনো চোকার্স অপবাদ নিয়েই।

ফাইনালে কিউইদের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অ্যামেলিয়া কির। ব্যাট হাতে ৩৮ বলে ৪৩ রানের পাশাপাশি বল হাতেও রাখেন অবদান। চার ওভারে ২৪ রানে নেন তিন উইকেট। ম্যাচ সেরার পুরস্কার ওঠে অ্যামিলিয়ার হাতে।

জনপ্রিয়