ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৬০ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ২১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

৬০ রানে ৬ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, উইকেট শুষ্ক হবে, চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে, তাই টস জিতে ব্যাটিং নিয়েছিলেন তিনি। কিন্তু টেস্টের প্রথম ইনিংসের শুরুতেই বিপদে পড়েছে স্বাগতিকরা। লাঞ্চ বিরতির আগেই ৬০ রানে হারিয়ে ফেলেছে ৬ উইকেট। 

ব্যাটে নেমে একে একে ব্যর্থ হয়ে ফিরেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তিনি অপরাজিত আছেন ১৬ রানে। বাংলাদেশ ইনিংসে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছেন প্রোটিয়া পেসার মুল্ডার। তার পেস আগুনে দলীয় ২১ রানেই সাজঘরে ফিরে যান তিন টপঅর্ডার ব্যাটার সাদমান, মুমিনুল ও শান্ত। পরের ‍দুই উইকেট নেন আরেক পেসার রাবাদা। আর মিরাজকে আউটের মাধ্যমে ষষ্ঠ আঘাতটি হানেন স্পিনার কেশভ মহারাজ।

মিরপুরে ইনিংসের প্রথম ওভারে রাবাদার বলে ৬ রান ‍আসে। যদিও একটি বাই চার আসে ওই ওভারে। পরের ওভারে উইয়ান মুল্ডারের বলে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম। ফুল লেংথ ডেলিভারি ছিল। অফ স্টাম্পের বাইরে পিচ করে বল চলে যাচ্ছিল। ইনিংসের শুরুতে সেই বল চেজ করে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের ওপেনার। এতে ৬ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর উইকেটে আসেন মুমিনুল হক।

শুরু থেকে নড়বড়ে মনে হচ্ছিল মুমিনুলকে। যদিও উইয়ান মুল্ডারের ওভারে দ্বিতীয় বলে চার মেরে জড়তা কাটিয়ে ওঠার আভাস দিয়েছিলেন। কিন্তু টিকতে পারেননি তিনিও। ওভারের চতুর্থ বলটা মিডল স্টাম্পে ফেলে কিছুটা সুইং করিয়েছিলেন মুল্ডার। সেই বলে লেগ সাইডে খেলতে গিয়ে উইকেটকিপার কাইল ভেরেইনাকে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান মুমিনুল।

সাদমান ইসলাম ও মুমিনুল হকের পর ফিরে ব্যর্থ হয়ে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেনও। এতে ২১ রানে ৩ উইকেট হারিয়েছে ধুকতে থাকে বাংলাদেশ। ফেরার আগে শান্ত করেন ৭ রান। তাদের ব্যর্থতার দিনে দলের হাল ধরতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। রাবাদার বলে যখন বোল্ড হয়ে ফিরে যান তখন দলের রান মাত্র ৪০। আশা দেখাতে পারেননি লিটনও। ব্যক্তিগত ১ রানে রাবাদার বলে স্ট্রাবসের হাত স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বেশ কয়েকমাস ধরে ব্যাটে দলের জন্য ভালোই অবদান রেখে চলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে দিয়ে সাকিব আল হাসানের শূন্যতা পূরণের স্বপ্ন দেখছে টিম ম্যানেজমেন্ট। গতকাল অধিনায়ক শান্তও সংবাদ সম্মেলনে বলেছেন, সাকিবের রিপ্লেসমেন্ট মিরাজ। সেই মিরাজও আজ হতাশ করেছে টাইগার শিবিরকে। মাত্র ১৩ রানে মহারাজের বলে লেগবিফোরের ফাঁদে কাটা পড়েছেন। এতে ৬০ রানেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এরপরই মধ্যাহ্নবিরতিতে গেছে দুই দল।

জনপ্রিয়