ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ , ১৫ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৫ উইকেট তাইজুলের, ৪১৩ নিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৩:৪২, ৩০ অক্টোবর ২০২৪

সর্বশেষ

৫ উইকেট তাইজুলের, ৪১৩ নিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেটে ৪১৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার এই ৫ উইকেট একাই নিয়েছেন তাইজুল ইসলাম।

৯৯তম ওভারে ডেভিড বেডিংহামকে বোল্ড করে দ্বিতীয় দিনের প্রথম সাফল্য এনে দেন তাইজুল। ১০১তম ওভারে এসে ফেরান সেঞ্চুরিয়ান ডি জর্জিকে। ১০৩ তম ওভারে কাইল ভেরেইনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পূর্ণ করেন ৫ উইকেট। গতকাল তাইজুল শিকার করেন ২ উইকেট।

অর্থ্যাৎ, প্রােটিয়া ইনিংসে পতন হওয়া ৫ উইকেটের ৫টিই শিকার করেছেন তাইজুল। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে চট্টগ্রামের এই ভেন্যুতে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এখানে সর্বোচ্চ ৬৮ উইকেট সাকিব আল হাসানের। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাইজুল নেন ৮ উইকেট।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১১০ ওভার শেষে ৫ উইকেটে ৪১৩ রান। ক্রিজে রয়েছেন ওয়েইন মুল্ডার (২৭ বলে ১২*) এবং রায়ান রিকেলটন (৩৩ বলে ১১)।

দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করাই এখন লক্ষ্য টাইগারদের সামনে। এ ছাড়া ব্যাটিংয়ে কঠিন চ্যালেঞ্জ তো থাকছেই।

এর আগে গতকাল মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম। পরে দিনব্যাপী দাপট দেখিয়ে ২ উইকেট হারিয়ে ৩০৭ রানে মাঠ ছাড়ে সফরকারীরা। প্রথম দিনই টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস সেঞ্চুরির দেখা পান।

জনপ্রিয়