প্রোটিয়া বোলারদের বোলিং তোপে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে নিজেদের প্রথম ইনিংসে পৌনে ছয়শ রান করেই ইনিংস ছাড়ে দক্ষিণ আফ্রিকা। সেই পিচে দিনের শেষ বেলায় নয় ওভার ব্যাটিং করতেই হারিয়ে ফেলেছেন চার ব্যাটারকে। আলোকস্বল্পতায় দিনটা আগেভাগে শেষ না হলে হয়তো আরও বড় বিপদে পড়তে পারতো টাইগাররা।
বুধবার (৩০ অক্টোবর) ৫৭৭ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এরপরেই নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এই টেস্টেও ব্যর্থ সাদমান ইসলাম। রাবাদার শিকার হয়ে শূন্য রান করেই সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১০ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
সাদমানের বিদায়ের পর জুটি গড়েন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। তবে এই জুটিকেও বেশিদূর এগোতে দেননি কাগিজো রাবাদা। রাবাদার বলে কাইল ভেরেইনার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। পাকিস্তান ও ভারত সফরের ৪ টেস্টের ৮ ইনিংসে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪০। মিরপুর টেস্টে তাই দল থেকে বাদও পড়েছিলেন। চট্টগ্রাম টেস্টে আবারও দলে ফেরেন। সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি।
জাকিরের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয় ও 'নাইটওয়াচম্যান' হিসেবে খেলতে নামা হাসান মাহমুদও। ৮ বলে মাত্র ২ রান করে রাবাদার বলে এইডেন মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান জাকির।
জাকিরের বিদায়ের পর 'নাইটওয়াচম্যান' হিসেবে ক্রিজে আসেন পেসার হাসান মাহমুদ। তবে তিনিও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন। ৭ বলে মাত্র ৩ রান করে কেশব মহারাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান হাসান। তার বিদায়ে ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
৩২ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন তারা। এই জুটিতে ভর করে ৯ ওভারে ৩৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার চেয়েও এখনও ৫৩৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
এর আগে চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিন প্রোটিয়া ব্যাটার। টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও উইয়ান মুল্ডারের সেঞ্চুরি আর ডেভিড বেডিংহাম ও সেনুরান মাথুসামির জোড়া অর্ধশতকে ৬ উইকেট হারিয়ে ৫৭৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।