ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। চলমান রঞ্জি ট্রফি দিয়েই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন তারকা এই ব্যাটার। সামাজিক যোগাযোগামাধ্যমে এই ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

বিদায়ী ঘোষণায় ঋদ্ধিমান লিখেন, ‘ক্রিকেটে স্মরণীয় পথচলার পর, এই মৌসুমই হবে আমার শেষ। শুধু রাঞ্জি ট্রফিতে খেলে অবসরের আগে শেষবারের মতো বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত। এই মৌসুমটাকে মনে রাখার মতো করে তোলা যাক।’

জাতীয় দলের হয়ে ৪০টি টেস্ট ও ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান। তিনটি সেঞ্চুরি এবং ছয়টি হাফ-সেঞ্চুরিসহ মোট ১৩০০ রান সংগ্রহ করেছেন, পাশাপাশি উইকেটের পেছনে নিয়েছেন ৯২টি ক্যাচ এবং ১২টি স্টাম্পিং। আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ১২৮-এর স্ট্রাইক রেটে প্রায় ৩ হাজার রান করার পাশাপাশি ছিলেন দলের নির্ভরযোগ্য সদস্য। তবে ঋষভ পন্ত এবং লোকেশ রাহুলের মতো উদীয়মান উইকেটরক্ষকদের উঠে আসায় ২০২১ খ্রিষ্টাব্দে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি।

২০০৭ খ্রিষ্টাব্দ থেকে শুরু করে দীর্ঘ ১৫ বছর বাংলার হয়ে খেলেছেন ঋদ্ধিমান। একবার ত্রিপুরার হয়েও খেলেছেন। এরপর ২০২২ খ্রিষ্টাব্দে চলে যান ত্রিপুরায়। সেখানে দুই বছর রঞ্জি খেলা শেষে আবার ফিরে আসছেন নিজের চেনা ডেরায়। এখান থেকেই নেবেন অবসর।

জনপ্রিয়