ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ১৮ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে নিষিদ্ধ হলেন আলজারি জোসেফ

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১২:৩১, ৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে নিষিদ্ধ হলেন আলজারি জোসেফ

মাঠে অধিনায়কের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায় ম্যাচ চলাকালীন মাঠ ছেড়েছিলেন আলজারি জোসেফ। ক্যারিবিয়ান এই পেসারের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির কোচ ড্যারেন স্যামি। এবার জোসেফকে শাস্তিও পেতে হচ্ছে। এমন আচরণের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ হলেন আলজারি।

মূল ঘটনা ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে। চতুর্থ ওভারে বোলিং করতে আসেন জোসেফ। ঘটনাটির সূত্রপাত মূলত এখানেই। ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করছিলেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। পরেই জোসেফের বলে দারুণ এক শট খেলেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স। এসময় রাগ প্রকাশ করেন জোসেফ। বোঝাই যাচ্ছিল ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়কের ওপর বেশ অসন্তুষ্ট ছিলেন এই পেসার।

সেই ওভারেই কক্সকে আউট করেন জোসেফ। কিন্তু এরপরেই ওভার শেষ করে অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠ ছেড়ে ডাগআউটে চলে যান এই উইন্ডিজ পেসার। যদিও মাঠ থেকে বের হয়ে আসার আগে হাত তুলে জোসেফকে মাঠে থাকার অনুরোধ করেন কোচ ড্যারেন সামি।

এমন আচরণের জন্য জোসেফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বোর্ডের পক্ষে ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে এ প্রসঙ্গে বলেন, ‘আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।’

মাঠে নিজের এমন আচরণের জন্য পরে অবশ্য ক্ষমা চেয়েছেন ডানহাতি এই পেসার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অধিনায়ক শাই হোপ, আমার সতীর্থ ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের কাছেও। আমি বুঝতে পারছি, বিবেচনাবোধের ছোট্ট একটা বিচ্যুতিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হতাশার কারণ হয়ে আমি গভীরভাবে অনুতপ্ত।’

জনপ্রিয়