ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ১৮ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শরীর আর সায় দিচ্ছে না

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

শরীর আর সায় দিচ্ছে না

দেখতে দেখতে ৩৭ পেরিয়ে ৩৮-এ পা দিয়েছেন মুশফিকুর রহিম। উপমহাদেশীয় দলগুলোর বাইরে তাঁর বয়সী ক্রিকেটার খুব বেশি আর নেই। এই বয়সী যারা আছেন, তাদের অনেক বুঝেশুনে খেলায় দলগুলো। মুশফিকও বয়সের কারণেই হয়তো টি২০ ছেড়ে দুই ফরম্যাট খেলছেন। তার পরও শেষবেলায় শরীরটা আগের মতো সায় দিচ্ছে না। দু’দিন পর পর চোটে পড়ায় পারফরম্যান্সে প্রভাব পড়ছে। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোটে পড়ে ছিটকে গেছেন সিরিজ থেকে। কবে ফিরবেন, সে ব্যাপারে কিছু বলা হয়নি বিসিবি থেকে।

মুশফিক অবশ্য বয়সের এই চিরকালীন নিয়ম মানেন বলে মনে হয় না। এই যেমন, গত ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন, বয়স তাঁর কাছে একটি সংখ্যামাত্র। বয়স নয়, ফিটনেস ও ফর্ম বিবেচনায় রাখা উচিত। তারুণ্যের ভয়ডরহীন মানসিকতাতে অভিজ্ঞতা দিয়ে অতিক্রম করা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। তাঁর এমন দাবির পেছনে যথেষ্ট যুক্তিও আছে। ফিটনেসে এই বয়সেও তিনি অনায়াসে অনেক তরুণকে পেছনে ফেলেন। অনুশীলনে তাঁর মতো পরিশ্রম কিংবা নিবেদন তো বিরল। তবে দিনশেষে তিনিও যে মানুষ, কয়েক দিন পর পর চোট হানা দিয়ে যেন সেটাই মনে করিয়ে দেয়। 

বেশি দূরে যাওয়ার দরকার নেই, গত আট মাসে তিনবার ইনজুরিতে পড়েছেন তিনি। গত ১৮ মার্চ সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তাসকিনের করা ইনিংসের দ্বিতীয় ওভারে ডানহাতের বুড়ো আঙুলে চোট পান। ওই চোট নিয়েই পুরো ম্যাচ উইকেটকিপিং করেন। এর পর অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন। তবে ম্যাচ শেষে এক্স-রে রিপোর্টে ধরা পড়ে বুড়ো আঙুলে চিড় ধরেছে, তিন সপ্তাহ লাগবে সেরে উঠতে। সে চোট কাটিয়ে আগস্টে পাকিস্তান সফরে ফিরে প্রথম টেস্টে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে স্মরণীয় জয়ে ভূমিকা রাখেন। কিন্তু দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান। যে কারণে তাঁর ব্যাটিং নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত ব্যাটিং করলেও বড় ইনিংস খেলতে পারেননি।

পিঠের চোটের প্রভাব পরের চার টেস্টেই দেখা গেছে। বড় রান তো দূরের বিষয়, প্রতি ইনিংসেই বাজেভাবে আউট হয়েছেন মুশফিক। উভয় সিরিজেই নাকি ব্যথানাশক নিয়ে মাঠে নামতে হতো তাঁকে। গত বুধবার আফগানিস্তানের বিপক্ষে উইকেটকিপিং করার সময় আবার চোট পেয়েছেন মুশফিক। যে কারণে সাত নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন। তাঁর চোট নিয়ে বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘আফগানিস্তানের ইনিংসের শেষ দিকে কিপিং করার সময় বাঁহাতের তর্জনীতে ব্যথা পান মুশফিক। এক্স-রেতে আঙুলের ওপরের দিকে সংযোগ স্থলে চিড় ধরা পড়েছে। আপাতত কনজারভেটিভ পদ্ধতিতে চিকিৎসা চলবে। এ জন্য এ সিরিজের পরের দুই ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।’


আরব আমিরাত থেকে ফিরেই দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি২০ খেলতে উইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ওই সফরেও তাঁকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। গত বুধবার দলের অতি প্রয়োজনের সময় ৩ বলে মাত্র ১ রান করে স্টাম্পিং হয়েছেন মুশফিক। অনেকের ধারণা, চোটের কারণেই মুশফিক এভাবে ডাউন দ্য উইকেটে এসে স্টাম্পড হয়েছেন। ওয়ানডেতে তাঁর সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। শেষ ১২ ইনিংসে ১টি মাত্র ফিফটি। তবে চোটের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টেরও দায় রয়েছে। গত তিনবারের মধ্যে দু’বারই কিপিং করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ কিপার থাকার পরও ৩৫ ঊর্ধ্ব একজনকে কেন এই দায়িত্ব পালন করতে হবে!

জনপ্রিয়