২০১৯ খ্রিষ্টাব্দে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন মোহাম্মদ নবি। এরপর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন এই আফগান অলরাউন্ডার।তবে খুব শিগগিরই ওয়ানডে ছাড়বেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান এমনটাই জানিয়েছেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকবাজ'-কে নাসিব বলেন, 'আগামী চ্যাম্পিয়নস ট্রফি খেলেই ওয়ানডেকে বিদায় বলবেন নবি এবং এই সিদ্ধান্তের কথা তিনি বোর্ডকে জানিয়েছেন। কয়েক মাস আগে তিনি আমাকে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন এবং আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। '
নাসিব আরও জানিয়েছেন, ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন নবি।
নবি আফগানিস্তানের অভিষেক ওয়ানডেতে খেলেছেন এবং ২০০৯ খ্রিষ্টাব্দে স্কটল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। এই ফরম্যাটে ১৬৫ ম্যাচ খেলে ৩ হাজার ৫৪৯ রান করেছেন; ব্যাটিং গড় ২৭.৩০ এবং বল হাতে ১৭১ উইকেট নিয়েছেন।
৩৯ বছর বয়সী নবি এখন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলছেন। প্রথম ম্যাচে তার ৮২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়াই করার পুঁজি পায় আফগানরা। পরে বল হাতে আল্লাহ গজানফরের ৬ উইকেটে ভর করে জয় তুলে নেয় তারা।