ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ক্রিকেট-রাজনীতি লড়াইয়ে ঝুলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য 

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ১৩ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ক্রিকেট-রাজনীতি লড়াইয়ে ঝুলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য 

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে পুরো টুর্নামেন্টটি আয়োজন করতে চায় তারা। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, তাদের খেলোয়াড়রা পাকিস্তান সফরে যাবে না। এতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার প্রস্তাব এসেছে। তবে ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি হলে সমস্যাও আছে। 

ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি কেমন হবে: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে সেরা আট দল। এই সেরা আট দল নির্ধারিত হয়েছে গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ দিয়ে। যারা সেরা আটে শেষ করেছে তারাই অংশ নেবে আসরে। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ পর্যন্ত না খেলে সেক্ষেত্রে শ্রীলঙ্কা আসতে পারে তাদের জায়গায়। বিশ্বকাপের নয় নম্বর দল ছিল তারা। 

হাইব্রিড পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি: গত বছর হাইব্রিড পদ্ধতিতে এশিয়া কাপ হয়েছে। ভারত তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলেছে। অন্য দিকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলেছে। আবার নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলেছে। ভারত এক দেশে সবগুলো ম্যাচ খেলার সুবিধা নিয়েছে। তবে এবার হাইব্রিড পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ পিসিবি। 

নিরপেক্ষ ভেন্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তানে যাবে না ভারত। এই খবর বের হওয়ার পরই দক্ষিণ আফ্রিকা নিরপেক্ষ ভেন্যু হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় এমন খবর আসে। তবে দক্ষিণ আফ্রিকা বোর্ডের পক্ষ থেকে এমন কোন প্রস্তাব আসেনি। তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছেও না। তারপরও যদি শেষ পর্যন্ত আইসিসি নিরপেক্ষ ভেন্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে নাম প্রত্যাহার করতে পারে পাকিস্তান। 

ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি কি সম্ভব: ক্রিকেটের সবচেয়ে ধনী বোর্ড ভারতের। ক্রিকেটের বড় ভক্ত ও ভোক্তাও ভারতের। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার স্বত্ত্বও নিয়েছে ভারতের কোম্পানি। যে কারণে ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা কঠিন। ভারত আসরে না আসলে সম্প্রচার স্বত্ত্ব থেকে নাম প্রত্যাহার করতে পারে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান। ক্ষতির মুখোমুখি হতে পারে আয়োজক দেশ ও আইসিসি। লভ্যাংশে ক্ষতি হবে প্রতিটি বোর্ডের। এসব বিবেচনা করে ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন কঠিন।

স্থগিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তানে গিয়ে ভারত না খেললে যেমন সম্প্রচার স্বত্ত্ব বাতিল হতে পারে। তেমনি নিরপেক্ষ ভেন্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফি গেলে পাকিস্তানও না খেলার সিদ্ধান্ত নিতে পারে। এসব কারণে স্থগিত হয়ে যেতে পারে সাত বছর পর মাঠে ফেরার অপেক্ষায় থাকা চ্যাম্পিয়ন্স ট্রফি।  

জনপ্রিয়