ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মাটির ঘর থেকে উঠে এসে জয়ের নায়ক

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৪:২৭, ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩০, ১৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

মাটির ঘর থেকে উঠে এসে জয়ের নায়ক

২০২২ খ্রিষ্টাব্দে ১ জুন অভিষেক হয়েছিল তার। সেবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়ে কথা দিয়েছিলেন ম্যাচ খেলার সুযোগ যদি পান, যে করেই হোক দলকে জয় এনে দিতে চান। প্রতিশ্রুতিটা দুই বছরের বেশি সময় পর পূরণ করেছেন পাপন সিংহ। ২৩-এ পা রাখা এই মিডফিল্ডার শনিবার মালদ্বীপের বিপক্ষে বদলি নেমে বাজিমাত করেছেন, দলকে জিতিয়েছেন যোগ করা সময়ের গোলে।

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই ফুটবলার শনিবার নেমেছিলেন নিজের তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে। খুব বেশি সময় অবশ্য পাননি। এই ম্যাচের অধিনায়ক সোহেল রানার জায়গায় ৮৯ মিনিটে মাঠে এসেছিলেন আবাহনীর এই মিডফিল্ডার। তবে বদলিটা হয়তো মাঠের অনেকেরই নজর এড়িয়ে গিয়েছিল। এখন আর বদলি নামিয়ে লাভ কি! এমনই ছিল আবহ।

তবে সহকারী রেফারি যখন ডিজিটাল বোর্ড তুলে ৭ মিনিট অতিরিক্ত সময়ের ঘোষণা দিলেন, তখন সবাই খানিকটা নড়েচড়ে বসলেন। নাহ, একটু হলেও সুযোগ আছে। যেভাবে বাংলাদেশ দল মালদ্বীপকে চেপে ধরেছে, তাতে একটা গোল বেরিয়ে আসতেও পারে।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সেই গোলটাই এনে দিলেন চার মিনিট আগে মাঠে নামা পাপন সিং। বাংলাদেশ দল মালদ্বীপের বিপক্ষে জিতে গেল ২-১ গোলে। এরপর থেকেই সবার মুখে পাপন সিং। কে এই পাপন সিং?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খুব ভালো মুডে ছিলেন না কোচ হাভিয়ের কাবরেরা। দল জেতার পরও। আসলে প্রথম ম্যাচের দুঃখ কিছুতেই ভুলতে পারছিলেন না বাংলাদেশ দলের কোচ। প্রথম ম্যাচে হারার পর সংবাদমাধ্যমে বাংলাদেশ দলকে নিয়ে যে সমালোচনা হয়েছে, সেটা মানতে পারেননি কাবরেরা। একবার তো বলেই দিলেন, আজকের ম্যাচের (কাল) তুলনায় প্রথম ম্যাচেই ভালো খেলেছে বাংলাদেশ। শুধু গোলটাই করতে পারেনি, কিন্তু কেউই দেখল না, দল কতটা ভালো ফুটবল খেলেছে সেই ম্যাচে।’

পাপন সিংয়র প্রসঙ্গে জানতে চাইলে কোচ কিছুটা ক্ষুব্ধই হন প্রশ্নকারীর ওপর, ‘কেন, এই পাপন সিং তো নতুন কেউ নয়। বেশ কয়েক বছর ধরেই সে প্রিমিয়ার লিগ খেলে। গত মৌসুমে আবাহনীতে খেলেছে। বক্স টু বক্স মিডফিল্ডার। যাঁরা প্রিমিয়ার লিগ নিয়মিত অনুসরণ করেন তাদের পক্ষে পাপন সিংকে চিনতে কষ্ট হওয়ার কথা নয়।’

কোচের কথায় ক্ষোভ স্পষ্ট। অমূলকও নয়। প্রিমিয়ার লিগ, যেটি দেশের ফুটবলের প্রধানতম ঘরোয়া প্রতিযোগিতা, সেটির খবর যে খুব বেশি মানুষ রাখেন, সেটি বলা যাবে না। শেখ মোরছালিন জাতীয় দলের জার্সিতে গোল পেয়ে নিজেকে চিনিয়েছেন, অথচ, ঘরোয়া লিগেই মোহামেডান ও বসুন্ধরা কিংসের জার্সিতে তার আগেই মোরছালিনের বেশ কয়েকটি চোখ ধাঁধানো গোল ছিল। পাপন সিংও বেশ কয়েক বছর ধরেই প্রিমিয়ার লিগে খেলছেন, উত্তর বারিধারায় তিন মৌসুম খেলেছেন। এর আগে উত্তর বারিধারার হয়েই খেলেছেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, গত মৌসুমে খেলেছেন আবাহনীতে, এবং খেলেছেন মোটামুটি নিয়মিতই। গোলও আছে তাঁর।

তবে কালই যাঁরা পাপন সিংয়ের নাম প্রথম শুনেছেন, তাদের চমকানোর পালা বাকি এখনো। এই পাপন বাংলাদেশ জাতীয় দলে খেলছেন ২০২২ খ্রিষ্টাব্দ থেকেই। সে বছর মালয়েশিয়াতে এশিয়ান কাপ বাছাইপর্বের দলে ছিলেন। তার আগে ইন্দোনেশিয়ার বিপক্ষে জাকার্তায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাঁর অভিষেকও হয়েছিল। কাল সেই পাপনকেই যেন নতুন করে আবিষ্কার করলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা, আবিষ্কার করলেন জাতীয় দলের কোচ কাবরেরা।

নেত্রকোনার বারহাট্টার ছেলে পাপন। কবি নির্মলেন্দু গুণের জন্মস্থান। কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গেও এই বারহাট্টার সংযোগ রয়েছে। তাঁর নানাবাড়ি এই বারহাট্টায়। পাপন নিজেও জানেন এই তথ্যগুলো।

কাল সন্ধ্যা থেকে বারহাট্টার আরেক কৃতি সন্তান আলোচনায়। পাপন জানেন, গোল করে দেশকে জেতানোর কারণেই তাঁর প্রতি সবার আগ্রহ, ‘আসলে আমি তো ফুটবল খেলি অনেক দিন ধরেই। প্রিমিয়ার লিগেও খেলছি সেই ২০২০ থেকে। এর আগে বিসিএল খেলেছি। জাতীয় দলে অভিষেক হয়েছে ২০২২খ্রিষ্টাব্দে ইন্দোনেশিয়ায়। তবে বুঝতে পারছি, দেশের হয়ে একটি গোলের গুরুত্ব কতটুকু। আর সেই গোলে যদি দেশ জেতে।’

৮৯তম মিনিটে যখন মাঠে নামলেন পাপন, কোচ কাবরেরা নাকি ভিন্ন কোনো নির্দেশনাই তাঁকে দেননি, ‘আমাদের পজিশন ভিত্তিক দায়িত্ব থাকে। আমারও সেই দায়িত্ব ছিল। আমি সেটি আগে থেকেই জানতাম। ইমনের (শাহরিয়ার ইমন) ক্রস থেকে বলটা যখন আমি পাই, সেটি আমার জায়গাতে দাঁড়িয়েই। আমি শুধু বলটা গোলে পাঠিয়েছি।’

তবে পাপন সিং স্বীকার করেছেন, ৮৯তম মিনিটে মাঠে নেমেই যে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তিনি ‘বীর’ হয়ে যাবেন, সেটি ভাবেননি, ‘গোল করার ব্যাপারটা মাথায় থাকে। মাঠে নামলে গোল করতে চাই, সেটি আবাহনী হোক, কিংবা জাতীয় দল। তবে কাল সত্যিই ভাবিনি যে সুযোগটা এসে যাবে।’

জনপ্রিয়