ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নেইমারকে চাই না, এই ক্লাব কোনো হাসপাতাল নয়

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৮:৪৮, ১৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

নেইমারকে চাই না, এই ক্লাব কোনো হাসপাতাল নয়

সৌদির ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর ইনজুরিতে এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। মাঠে ফিরে দুই ম্যাচ না খেলতেই আবার ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা। সংবাদ মাধ্যমের দাবি, মোটা অঙ্কের অর্থে কেনা নেইমারকে জানুয়ারির দলবদলের বাজারে ছেড়ে দিতে চায় আল হিলাল। কারণ আগামী বছরের জুনেই নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে আল হিলালের।

এরপরই স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত জানিয়েছিল, সৌদি ক্লাবটি চুক্তি বাতিল করলে নেইমারকে পেতে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। যেটি আবার নেইমারের শৈশবের ক্লাব। এখান থেকেই বিশ্ব চিনিছে ব্রাজিলিয়ান এই তারকাকে। ১১ বছর আগে এই ক্লাব ছেড়েই ইউরোপের ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তিনি।

নেইমার সান্তোসে ফিরছেন, এমন গুঞ্জন সংবাদ মাধ্যমে শোনা গেলেও বিষয়টি নিশ্চিত নয়। এমন হলে শুধু সান্তোস কেনো, নেইমারকে তো পেতে চাইবে দেশটির অন্য ক্লাবগুলোও। সান্তোসের নগর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের নেইমারকে নিয়ে ভাবনা কি? এমন প্রশ্নে দলটির সভাপতি লেইলা পেরেইরা তাচ্ছিল্যভরা উত্তর দিয়ে জানিয়ে দিয়েছেন, তার দল কোনো হাসপাতাল নয়।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেয়া সাক্ষাৎকারে পালমেইরাসের সভাপতি বলেন, ‘নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে, আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে।’

চোট প্রবণ নেইমারকে নিয়ে তাচ্ছিল্য করলেও নেইমারের খেলার প্রশংসাও করেছেন ৬০ বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠক। তিনি বলেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

জনপ্রিয়