উয়েফা নেশন্স লিগের ম্যাচে গতকাল রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল স্পেন। সুইশদের বিপক্ষে ম্যাচটিতে দুইবার এগিয়ে দিয়েছিল চলতি বছর ইউরোজয়ী স্প্যানিশরা। তবে দুইবারই ফিরে এসেছে সুইজারল্যান্ড। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোলের দেখা পায় স্পেন, আর তাতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লুই দে লা ফুয়েন্তের দল।
‘এ’ লিগের গ্রুপ ফোর থেকে কোয়ার্টার ফাইনাল গত ম্যাচেই নিশ্চিত হয়েছে। তাই ‘বি’ লিগে অবনমিত হওয়া সুইজারল্যান্ডের বিপক্ষে মূল একাদশেরে একাধিক ফুটবলারকে বিশ্রাম দেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রথমার্ধে সেরা ফুটবল খেলেতে পারেনি স্প্যানিশরা। তবে ৩২ মিনিটে ঠিকই লিড নেয় দলটি। পেদ্রির পেনাল্টি সেভ করেন সুইস গোলরক্ষক এমভোগো। তবে সেই বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীর ডিফেন্ডাররা। সেই বল পেয়ে জালে জড়ান ইয়েরিমো পিনো।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সুইসরা। ৬৩ মিনিটে জোয়েল মন্তেইরো নাম তোলেন স্কোরশিটে। তবে ৫ মিনিট পর আবারও এগিয়ে যায় স্পেন। ৬৮ মিনিটে গোল করেন বদলি নামা উইঙ্গান ব্রায়ান গিল। ম্যাচের শেষ দিকে দুই দলই পায় পেনাল্টি। প্রথম সুযোগ পায় সুইসরা। স্পটকিক থেকে ৮৫ মিনিটে দ্বিতীয় বার দলকে সমতায় ফেরান স্ট্রাইকার আন্দি জেকিরি। ইনজুরি সময়ে পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পটকিক থেকে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন ব্রায়ান সারাগোসা।