ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ডক্টরেট ডিগ্রি পেয়েছেন ক্রিকেটার মঈন আলী

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৩:৪৪, ২১ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ডক্টরেট ডিগ্রি পেয়েছেন ক্রিকেটার  মঈন আলী

ক্রিকেটে অসামান্য অবদান রাখায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তাকে সম্মানজনক এই ডিগ্রি দিয়েছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়

সোমবার (১৮ নভেম্বর) কভেন্ট্রি ক্যাথেড্রালে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয় মঈন আলীকে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ‘ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’

এমন সম্মাননা পেয়ে বেশ রোমাঞ্চিত মঈন। তিনি বলেন, ‘কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগ করে নেওয়া দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

ইংলিশ এই অলরাউন্ডার আরও বলেন, ‘এখন আমি আর ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে এখনো মানুষ আমার কাছে এসে বলে “তুমি খেলেছ বা তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমি খেলি বা আমার সন্তানেরা খেলে।” এই কথাগুলোই আমার কাছে খেলাধুলায় সত্যিকারের সাফল্য।’

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২৯৮ ম্যাচ খেলেছেন মঈন। ব্যাট হাতে ৬৬৭৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩৬৬ উইকেট। তার সবচেয়ে বড় সাফল্য, ২০১৯ খ্রিষ্টাব্দে ওয়ানডে বিশ্বকাপ জয়। এছাড়া ২০২২ খ্রিষ্টাব্দে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা রাখেন মঈন। ২০২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরে দেশের জার্সি তুলে রেখেছেন তিনি। তবে খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

জনপ্রিয়