ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আইপিএলের নিলামে কে এই মল্লিকা সাগর

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:১৬, ২৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

আইপিএলের নিলামে কে এই মল্লিকা সাগর

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর আইপিএলের মেগা নিলাম শুরু হতে যাচ্ছে আজ। দু’দিনব্যাপী এই মেগা নিলামে নজর থাকবে বিশ্বের বড় বড় সব তারকা খেলোয়াড়ের দিকে। নিলাম ঘিরে চড়া মূল্যের বিক্রির নতুন রেকর্ড গড়ার আভাস পাওয়া যাচ্ছে। এবারের নিলাম পরিচালনা করবেন মল্লিকা সাগর, নিলামের জগতে পরিচিত ৪৭ বছর বয়সী এই ভারতীয় নারী।

গত বছর আইপিএলের মিনি নিলামের আগে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামেও তিনি অকশনারের ভূমিকা পালন করেন। তাই আইপিএল কর্তৃপক্ষ মেগা নিলামের জন্যও তার ওপর আস্থা রেখেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, মেগা নিলাম মল্লিকা সাগরের ক্যারিয়ারের প্রথম। ক্রিকেটের বাইরে প্রো কাবাডি লিগেও অকশনার হিসেবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে।

পেশাগত জীবনের শুরু

মল্লিকা তার সঞ্চালনার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০১ সালে। প্রথম কাজ করেন ব্রিটিশ নিলামপর্ব ক্রিস্টিসে। ফিলাডেলফিয়ার ব্রায়ন মাবর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করার পর শিল্পকলায় দক্ষতা অর্জন করেন। মাত্র ২৬ বছর বয়সে ক্রিস্টিসের মতো একটি প্রতিষ্ঠানে যোগ দিয়ে পেশাদার জীবনের যাত্রা শুরু করেন।

২৩ বছরের দীর্ঘ পেশাদার অভিজ্ঞতার পর, আইপিএলের মঞ্চে তিনি প্রথম নিলাম পরিচালনা করেন গত বছর। এবার ফের একবার মেগা নিলামের টেবিলে দেখা যাবে তাকে।

ব্যক্তিগত জীবন

মহারাষ্ট্রের এক ব্যবসায়ী পরিবারে জন্ম মল্লিকার। উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেয়ার পর মুম্বাইয়ে ফিরে নিজের অকশন অফিস প্রতিষ্ঠা করেন। গ্লোবাল আর্টের বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিলামের পরিচালক হিসেবে কাজ করেন।

ব্যক্তিগত জীবনে মল্লিকা ডিভোর্সি এবং এক পুত্রের মা। ভারতের ব্লু স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান বীর আদভানি তার সাবেক স্বামী। বর্তমানে মল্লিকা মুম্বাইয়ে বসবাস করছেন। পেশাগত কাজের বাইরে তিনি মুম্বাইয়ের ‘মডার্ন অ্যান্ড কনটেমপোরারি ইন্ডিয়ান আর্ট’ সংগঠনের কালেক্টর কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২২ খ্রিষ্টাব্দে আইপিএলের নিলামে মল্লিকাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল। হিউ এডমেডসের শারীরিক অসুস্থতার কারণে সেবারের নিলামের একটি অংশ তিনি পরিচালনা করার প্রস্তুতি নিয়েছিলেন। যদিও পরে চারু শর্মা বাকি নিলামের দায়িত্ব নেন। তবে এবার পুরো মেগা নিলামের সঞ্চালকের আসনে থাকেন মল্লিকা।

মেগা নিলাম কেবল আইপিএলের জন্যই নয়, মল্লিকার জন্যও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। তার পেশাদারিত্ব এবং দক্ষতার প্রভাব নিলামের উত্তেজনা ও গ্ল্যামারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয়