ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আইয়ারের জন্য ২৬ কোটি ৭৫ লাখ দিল পাঞ্জাব কিংস

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৮:২২, ২৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

আইয়ারের জন্য ২৬ কোটি ৭৫ লাখ দিল পাঞ্জাব কিংস

টাটা আইপিএলের নিলাম যে আজ রেকর্ড ভাঙতে বসবে তা বোঝা গিয়েছিল প্রথম ডাকেই। আর্শদীপ সিংকে ১৮ কোটি রুপিতে কিনে নিয়েছিল পাঞ্জাব কিংস। তবু শ্রেয়াস আইয়ারকে পেতে দলটা সব পূর্বানুমান ভেঙে দিয়েছে। 

গত আইপিএলেই মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। গতবার আইপিএল জেতা দলটিকে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ারকে কিনতে সে রেকর্ড ভেঙেছে পাঞ্জাব। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে প্রীতি জিনতার দল।

প্রথমে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ আর্শদীপকে নিয়ে লড়াই করেছে। এরপর দিল্লি, বেঙ্গালুরু ও গুজরাট লড়াইয়ে নেমেছিল। হায়দরাবাদ যখন ধরেই নিয়েছিল ১৭ কোটি ৭৫ লাখে ভারতীয় বাঁহাতি পেসারকে পেয়ে গেছে, তখন রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে পাঞ্জাব। হায়দরাবাদ তবু হাল না ছেড়ে ১৮ কোটির বিড দেয়। কিন্তু পাঞ্জাব তাতেও রাজি থাকায় আর্শদীপ যান পাঞ্জাবেই। একটু পর কাগিসো রাবাদাকে ১০ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে নিয়েছে গুজরাট।

তৃতীয় ডাকেই চুরমার হয়েছে সব রেকর্ড। পাঞ্জাব ও দিল্লি শুরু থেকেই লড়েছে তাঁকে পাওয়ার আশায়।  কিন্তু একজন অধিনায়ক ও ওপেনার পাওয়ার নেশা পাঞ্জাবেরই বেশি ছিল।     

এরপর নিলামে ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাটে গেছেন জস বাটলার। আর গতবারের রেকর্ডধারী মিচেল স্টার্ককে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে নিয়েছে দিল্লি। 

জনপ্রিয়