ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তি পেলেন শন উইলিয়ামস

খেলা

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১২:৫৮, ২৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তি পেলেন শন উইলিয়ামস

আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন জিম্বাবুয়ের অল রাউন্ডার শন উইলিয়ামস। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখানোর কারণে এই শাস্তি পান তিনি।

উইলিয়ামসকে আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। বিশেষত অনুচ্ছেদ ২.৮ লঙ্ঘন করার জন্য, যা 'আন্তর্জাতিক ম্যাচের সময় একজন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত দেখানো' সম্পর্কিত।

এই ঘটনাটি চলমান জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজের। দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে লেগ বিফোর দেন আম্পায়ার। কিন্তু এই ব্যাটার দাবি করেন, বল ব্যাটে লেগেছে। মাঠেই অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আম্পায়ারের সিদ্ধান্তের এমন সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এদিকে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা রয়েছে। প্রথম ম্যাচ জিম্বাবুয়ে জেতার পর দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আগামী ১ ডিসেম্বর সিরিজ নির্ধারণি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। 

জনপ্রিয়