ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ৩০ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাংলাদেশের ওয়ানডে দলে যুক্ত হলেন আরেক ক্রিকেটার

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ২৮ নভেম্বর ২০২৪

সর্বশেষ

বাংলাদেশের ওয়ানডে দলে যুক্ত হলেন আরেক ক্রিকেটার

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে বাজিমাত করেছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

শেষ দুই ওয়ানডের জন্য দলে যুক্ত হলেন উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তার। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন যুক্ত হওয়া দিলারা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন। 

জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন দিলারা। এক ইনিংসে ব্যাট করে মোটে ৮ রান করেছিলেন তিনি। নতুন করে ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন টাইগ্রেস এই ব্যাটার।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার।

স্ট্যান্ডবাই :  দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

জনপ্রিয়