ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাদমানের অর্ধশতকে দিন পার

খেলা

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:৩৮, ১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সাদমানের অর্ধশতকে দিন পার

মেঘলা কন্ডিশন না হলেও পিচের শুরুতে সুবিধা ছিল পেসারদের জন্য। সেটাই কাজে লাগিয়েছেন কেমার রোচ।

তার আঘাতের  পর অবশ্য সাদমান ইসলামের ফিফটিতে দিন পার করে বাংলাদেশ। তাতে আবার ক্যারিবিয়ান ফিল্ডারদেরও দায় আছে।

জ্যামাইকা টেস্টের প্রথম দিন শেষে ২ উইকেটে ৬৯ রান করেছে বাংলাদেশ। সাদমান ৫০ ও শাহাদাত হোসেন দীপু ১২ রানে অপরাজিত আছেন।

মাঠ ভেজা থাকায় জ‍্যামাইকা টেস্টের প্রথম দিন খেলা হয়েছে কেবল ৩০ ওভার। তাও শেষ সেশনে গিয়ে। ম্যাচের প্রথম ওভারে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সফলতা এনে দেন রোচ। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয় (৩)।  

রোচের পরের ওভারে একই ফাঁদে পড়েন অভিজ্ঞ মুমিনুল। বাকি সময়টা শাহাদাতকে নিয়ে পাড়ি দেন সাদমান। যদিও ক্যাচমিসে দুইবার জীবন পান তিনি।
 

জনপ্রিয়