ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হচ্ছে না বলেই খবর। আফগানিস্তানের পর টাইগার এই অলরাউন্ডারের খেলা হচ্ছে না ক্যারিবিয়ান সিরিজেও। আগামী বছরের শুরুতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলবেন কি না সেই বিষয়েও চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আজ (রোববার) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিব প্রসঙ্গেও কথা বলেছেন ফারুক। চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে বিসিবি সভাপতি জানালেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’
যদিও জুলাই বিপ্লবের পর দেশে আসা এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে সাকিবের জন্য। জাতীয় দলের হয়ে খেললেও হয়ত খেলতে হবে শুধু অ্যাওয়ে সিরিজগুলোতে। কাজটি সহজ নয় জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এভাবে একজন খেলোয়াড় শুধু বাইরের টুর্নামেন্ট খেলবে, তাকে মানসিকভাবে খুব শক্ত হতে হবে। ফ্র্যাঞ্চাইজি লিগ আর জাতীয় দল এক কথা না। দলের সাথে একটা প্রস্তুতিরও দরকার আছে। সেটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় ও খেলার মতো অবস্থায় খুব একটা নেই। এ বিষয়টা আমরা ওর ওপর ছেড়ে দিয়েছি যে ও কী চিন্তা করছে।’
এদিকে চিটাগং কিংসের হয়ে সাকিব বিপিএল খেলতে পারবেন কি না সেই নিশ্চয়তাও দিতে পারছেন না ফারুক আহমেদ। বিসিবি সভাপতি জানান, রাষ্ট্রীয় পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তিনি বলেন, ‘এটা নিয়ে আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে যদি বারবার প্রশ্ন করেন… আমি বিব্রত না, আমি চাই ও খেলুক। কিন্তু ব্যাপারটা পুরোপুরি… ও যে কারণে আসতে পারছে না, এতে বোর্ড কোনোভাবে সম্পৃক্ত নয়। এটার উত্তর দেওয়াও সহজ না আমার জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত- ওদের এই ব্যাপারটা ম্যানশন করতে হবে।’