ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চূড়ান্ত হলো ক্লাব বিশ্বকাপের ৩২ দল

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

চূড়ান্ত হলো ক্লাব বিশ্বকাপের ৩২ দল

২০২৫ খ্রিষ্টাব্দে প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের শেষ দল হিসেবে টিকিট কেটেছে ব্রাজিলের রিও ডি জেনেইরোর ক্লাব ‘বোটাফোগো’। মহাদেশীয় লাতিন আমেরিকার সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেস জিতে বোটাফোগো তাদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় এবং বিশ্বমঞ্চে জায়গা নিশ্চিত করে।

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত ম্যাচে বোটাফোগো ৩-১ গোলে পরাজিত করে অ্যাথলেটিকো মিনেইরোকে। ম্যাচের প্রথম ৩০ সেকেন্ডেই বোটাফোগোর মিডফিল্ডার গ্রেগরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দল নিয়েও তারা অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নেয়। বোটাফোগোর হয়ে গোল তিনটি করেন লুইজ হেনরিক, অ্যালেক্স টেলেস ও জুনিয়র সান্তোস। অন্যদিকে, মিনেইরোর হয়ে একমাত্র গোলটি করেন চিলিয়ান তারকা এদুয়ার্দো ভার্গাস।

পুরো ম্যাচে ৮০ শতাংশ বল দখলে রেখে মিনেইরো দাপট দেখালেও গোলের খেলায় মাত্র ২০ শতাংশ বল দখলে রেখে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় বোটাফোগো। মিনেইরো প্রতিপক্ষের গোলমুখে ২২টি শট করে যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বোটাফোগো ৮টি শট করতে সক্ষম হয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৩টি।

ম্যাচের ৩০ সেকেন্ডে লাল কার্ড দেখে বোটাফোগোর মিডফিল্ডার গ্রেগরি মাঠ ছাড়লেও ৩৫তম মিনিটে লুইজ হেনরিক গোল করে বোটাফোগোকে লিড এনে দেন। বিরতির আগে ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে অ্যালেক্স টেলেস গোল করে দলের লিড দ্বিগুণ করেন। বিরতি থেকে ফিরে মিনেইরোর হয়ে একটি গোল শোধ করেন এদুয়ার্দো ভার্গাস। তিনি ৪৭তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন। যোগ করা সময়ের সপ্তম মিনিটে জুনিয়র সান্তোস বোটাফোগোর হয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন।

২০২৫ খ্রিষ্টাব্দে প্রথমবার ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। কোপা লিবার্তাদোরেস জিতে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই বৈশ্বিক প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। 

জনপ্রিয়