ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আইসিসির চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু জয় শাহর

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

আইসিসির চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু জয় শাহর

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জয় শাহ। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের অধ্যায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহর পথচলা। খবর ক্রিকইনফো

রোববার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয় শাহর দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করে আইসিসি। একই সঙ্গে বিষয়টিকে বিশ্ব ক্রিকেটের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।

আইসিসির সদ্য বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলে দুই মেয়াদে নেতৃত্ব দিয়েছেন সংস্থাটিকে। নতুন করে দায়িত্ব পালন করতে না চাওয়ায় জয় শাহ একমাত্র প্রতিনিধি হিসেবে আইসিসির চেয়ারম্যান পদে প্রার্থিতা করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৩৫ বছর বয়সী জয় শাহ আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মসনদে বসার পর জয় শাহ বলেন, আইসিসি প্রধান হিসেবে যাত্রা শুরু করতে পেরে আমি খুব সম্মানিতবোধ করছি। আইসিসি পরিচালক ও বোর্ডের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই তাদের সমর্থন ও আস্থার জন্য।

তিনি আরও জানান, আইসিসিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করবেন এবং লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্তি করে খেলাটিকে আরও জনপ্রিয় করে তোলাই তার লক্ষ্য। পাশাপাশি নারীদের ক্রিকেট বিকাশেও মনোযোগ রাখবেন তিনি।

জয় শাহ বিদায়ী সভাপতি গ্রেগ বার্কলেকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত চার বছরের নেতৃত্ব এবং অর্জিত মাইলফলকের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমি বিশ্ব মঞ্চে ক্রিকেট ছড়িয়ে দিতে আইসিসির সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মুখিয়ে আছি।

প্রসঙ্গত, জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। ২০১৯ সালে বিসিসিআইয়ের সেক্রেটারি হওয়ার পর থেকেই ক্রিকেট বিশ্বে আলোচনায় আসেন তিনি। একে একে ক্রিকেট সংশ্লিষ্ট বড় বড় পদে বসতে থাকেন এবং হয়ে ওঠেন এশিয়ার ক্রিকেটে অন্যতম প্রভাবশালী ব্যক্তি।
 

জনপ্রিয়