নেপালকে ১৪১ রানে থামিয়ে ৫ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ফিফটিতে ২৮.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
রোববার (১ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন কালাম সিদ্দিকী (০)। জাওয়াদ ও তামিম দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে জয়ের পথ সহজ করেন।
৬৫ বলে ৫৯ রান করে ফেরেন জাওয়াদ। মারেন ৫টি চার, ৪টি ছয়। পরের বলে মোহাম্মদ শিহাবকে (০) এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান নেপাল লেগ স্পিনার যুবরাজ খাত্রী।
বাংলাদেশ যখন জয় থেকে ৮ রান দূরে, তখন আরও একবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান যুবরাজ। পরপর দুই বলে ফেরান ফরিদ হাসান (১৩) ও রিজান হোসাইনকে (০)।
অধিনায়ক তামিমের ৭২ বলে ৫২ রানের দায়িত্বশীল ইনিংসে সেমিফাইনালের টিকিট কাটতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ২ বল খেলে ৫ রানে অপরাজিত থাকেন দেবাশীষ দেবা
টসে জিতে বোলিং বেছে নেয় জুনিয়র টাইগাররা। ওপেনার আকাশ ত্রিপাঠির ৪৩ ও অভিষেক তিওয়ারির ২৯ রানের ইনিংসে ভর করে দেড়শর কাছে গিয়ে অলআউট হয় নেপাল। ৪৫.৪ ওভার দীর্ঘ হয় দলটির ইনিংস।
আল ফাহাদ, ইকবাল হোসেন ও রিজান হোসেন দুটি করে উইকেট নেন। সাদ ইসলাম, রাফি উজ্জামান ও অধিনায়ক তামিম একটি করে উইকেট নেন।
আট দলের আসরে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায়। টানা জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে খেলা নিশ্চিত বাংলাদেশের।
আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। যারা জিতবে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন।